4thPillar


ভারতে মোদীতন্ত্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা

অর্পিতা দেJune 1, 2023
ভারতে মোদীতন্ত্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা

নতুন সংসদ ভবনের উদ্বোধন কি একবিংশ শতাব্দীর নতুন মহাভারতের সুচনা? 

নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে যে আচার অনুষ্ঠান হয়েছে তা এই গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষকে যেমন বিস্মিত করেছে তেমনই সংবিধানের আত্মাকেও যেন বিচলিত করেছে। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক মতবাদের জনক বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিন 28 মে কি তাহলে এরপর থেকে দেশের একটি প্রধান ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হতে চলেছে? তারই কি ইঙ্গিতবহ এই যজ্ঞ, বিশেষ নির্বাচিত নিমন্ত্রণ ব্যবস্থা?

যে দেশ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সেই দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন হয় শুধুমাত্র হিন্দু ধর্মীয় পুজো ও যাগযজ্ঞের মাধ্যমে! যা কিনা 140 কোটি ভারতবাসীর ঘর’ সেখানে দেশের রাষ্ট্রপতিই নিমন্ত্রিত নন! মধ্য যুগের রাজাদের মতো হাতে ন্যায়দণ্ড নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; যেই সেঙ্গলের ইতিহাস বিকৃত করে প্রচার করেছে সঙ্ঘ পরিবারের সমর্থকরা।

সংসদ ভবনের এ জাতীয় উদ্বোধনে ব্যক্তিকেন্দ্রিক একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রবণতা স্পষ্ট লক্ষ্য করা যায়। এটি কি দেশে আনুষ্ঠানিকভাবে সেই ব্যবস্থা প্রচলনের ইঙ্গিত দেয়?

নির্বাচিত সাংসদ এবং সভার পরিচালকের আসনের মাঝে যে উচ্চতার তফাত করা হয়েছে, তাতে বিরোধিতার গুরুত্ব হ্রাস কি সংসদের ডিজাইনেই স্পষ্ট করে দেওয়া হয়েছে?

সংসদে বিরোধীদের বিক্ষোভকে কি জনসাধারণের মুখপাত্র সংবাদমাধ্যমের চোখ থেকে বিরত রাখার সুকল্পিত প্রচেষ্টা সভাসদদের আসনের এই ডিজাইন?      


ভারতে মোদীতন্ত্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা

তামিল প্রতীক এবং তামিল আচারকে এই উদ্বোধন অনুষ্ঠানে এত বেশী গুরুত্ব দেওয়া হল কেন? দক্ষিণ ভারতে বিজেপি দুর্বল। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে প্রবলভাবে বিজেপি বিরোধী। দেশে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ডিএমকে একটি সুদৃঢ় মতাদর্শগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সেই ভিত্তিটি হল ধর্মনিরপেক্ষ যুক্তিবাদ। হিন্দুত্ববাদী গুরুবাদের প্রবল প্রতিপক্ষ এই ধর্মনিরপেক্ষ যুক্তিবাদ। সেই কারণেই কি তামিল মন জয়ের চেষ্টা?  

বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি সংসদে বিরোধীদের মতামতের গুরুত্ব হ্রাস করার প্রবণতা। সংসদের বিভিন্ন কমিটির বিল পাঠানোর হার নরেন্দ্র মোদীর শাসনকালে আগের থেকে অনেক কমে গেছে নতুন সংসদ ভবনের আসনসজ্জা সেই প্রবণতাকে যেন স্বীকৃতি দিচ্ছে।

ভারতীয় জনতা পার্টির এখন একমাত্র লক্ষ্য নরেন্দ্র মোদীকেই মানুষের কাছে তার ভগবান স্বরূপ প্রতিষ্ঠিত করা। তাই সাম্প্রতিক কর্নাটক নির্বাচনে ‘আমি তোমাদের রাজা, উদ্ধারকর্তা’ জাতীয় প্রচার আমরা দেখতে পাই। ইতিহাসের পাতার রাজ্যাভিষেকের মতো রাজদণ্ড প্রদান ইত্যাদি ঘটনাই প্রমাণ করে ভারতবর্ষে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে ভিত ছিল তা আজ বেশ নড়বড়ে হয়ে গেছে এবং সেই সঙ্গে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার দামামা বেজে গেছে

দেশের প্রধানমন্ত্রী যে ভাবে সাধুদের কাছে গিয়ে মাথা নত করেছেন এ যেন হিন্দুত্বের কাছে রাষ্ট্রের মাথা নত বোঝায়। আবার সংসদ ভবনের সজ্জার মধ্যেও শুধু হিন্দু আইকন এবং মোটিফই দেখা যায়, ভারতের বহুত্ববাদী সংস্কৃতির কোনও প্রতিফলন তাতে নেই। মহেঞ্জোদরোর অতি প্রসিদ্ধ নগ্নিকা মূর্তিকে যেভাবে বসন পরিয়ে ভবনের সজ্জায় স্থান দেওয়া হয়েছে তা হাস্যকর এবং অশিক্ষার পরিচয়বাহী।

বর্তমান এই স্বৈরতান্ত্রিক পরিস্থিতি থেকে মুক্তির পথ কী? একদিকে সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকারকে ভুল স্বীকার করতে এবং পথ বদল করতে বাধ্য করা যায় – যেমন কৃষক আন্দোলনের ফলে সরার তিনটি কৃষি আইনপ্রত্যাহার করতে বাধ্য হয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলিরও প্রয়োজন ক্ষুদ্র আঞ্চলিক স্বার্থের বাইরে বেরিয়ে এসে স্বৈরতন্ত্রের বৃহত্তর বিপদটিকে চিহ্নিত করা এবং ভোটের রাজনীতি সেইভাবে পরিচালিত করা।

 

4thPillarWeThePeople এর 29 মে 2023 প্রচারিত ‘প্রতিষ্ঠিত মোদীতন্ত্র’ শীর্ষক আলোচনার নির্যাস উপরোক্ত প্রতিবেদনটি। এই আলোচনায় 4thPillarWeThePeople এর  মুখ্য সম্পাদক সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক অনির্মাণ চট্টোপাধ্যায়, আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিদ্যার অধ্যাপক অশোক কুমার সরকার এবং চিকিৎসক ডঃ তমোনাশ ভট্টাচার্য।

 

#CentralVista #NewParliament #NarendraModi #Modicracy #OppositionBoycott #4thPillarWeThePeople


New
বিদায় পিটি নায়ার: কলকাতার ইতিহাসবেত্তা
এগজিট পোল মিলে গেলেও যে প্রশ্ন উঠবেই
কংগ্রেস সেঞ্চুরি না করলে কে রুখবে বিজেপিকে?


Other Writings by -অর্পিতা দে
এত জল বাংলায়, নেই কোনও জল নীতি
এত জল বাংলায়, নেই কোনও জল নীতি

পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলের পরিমাণ যেমন কিছু জায়গায় বেশি আবার কিছু জায়গা…

অল ইজ নট ওয়েল ইন লাদাখ
অল ইজ নট ওয়েল ইন লাদাখ

সোনম ওয়াংচুক। লোকসভা ভোট, ইলেক্ট…


// Event for pushed the video