4thPillar


চিড়া খাইতে পারুম না ... কী ZE কয় !

সঞ্চারী সেন | 31-01-2020May 25, 2023
চিড়া খাইতে পারুম না ... কী ZE কয় !

একখান খপর শুইন্যা আপনেগো এই পত্রখান প্রেরণ করিতেছি  | ইহা শুধু সাধারণ একখান বিষয় না  , বহু রুগীর ZEEবন মরণের প্রশ্নও বটে ,তাই একজন চিকিত্‍সক হইয়া চুপ থাকিতে পারিতেছি না |


শুনতাছি  কোনও এক মাইন্যগণ্য ব্যক্তি ( সেদিন দূরদর্শনে আমার নাতিন তাহার ছবি দেখাইছে ,তাহার চক্ষু দুইখান টকটইক্যা লাল, গঞ্জিকা সেবনের পরে এমন হতি পারে , কিম্বা বায়ু ঊর্ধমুখী হইলেও এমনডা হয় ) চিড়া খাইলে বাংলাদেশী হয় এমন নিদান দিয়াছেন | উনি  কোনও মতেই বঙ্গদেশীয় নহেন,উনার রাষ্ট্রভাষায় বক্তিমে হতি সেডা বোঝা যায় ,উপরন্তু চিকিত্‍সাশাস্ত্র বিষয়েও উনার বিন্দুমাত্র ব্যুত্‍পত্তি নাই | পরন্তু উনার এই বক্তব্যে নিদারুণ বাঙ্গালীবিদ্বেষও প্রকাশ পাতিছে |  


এই কথা পৃথিবীব্যাপী সকলেই ZAAনেন  ZE বাঙ্গালী মাত্রেই কমবেশী উদরাময় রোগে ভুগিয়া থাকেন | তাহাদিগের ZOইন্য চিড়া শুধু উত্‍কৃষ্ট না , এই পথ্য ব্যতীত কুনো প্রকার চিকিত্‍সাও একপ্রকার অসম্ভব | সাতদিন শুধুমাত্র বিভিন্নপ্রকার  চিড়া সেদ্ধ খাওয়াইয়া (একেবারে তরল,সামাইন্য চ্যানি নুন দিয়া,তারপর  ক্রমে ক্রমে কিছুডা শক্ত ,বাহ্যির অবস্থা অনুযায়ী ) আমি অসইংখ্য রুগীরে সুস্থ করি তুলেছি  | তাহার উপর সম্প্রতি মেলেচ্ছ  চিকিত্‍সানির্ভর বাঙ্গালী অম্ল-নিবারক বড়ির উপর নিষেধ ZAAরি হওয়ায় চরম  অবসাদ রোগের শিকার হতিছে  | তাহাদিগের Zইন্যও দুর্গাপূZAAর সময় প্রয়োZOন অনুসারে চিড়া সেবন অতিশয় ZOরুরী |


পুরাকালে আমাগো নাম কবিরাZ রাখা হইছিল কারণ সংস্কৃত শ্লোক আমরা মুখে মুখে রচনা করিয়া চিকিত্‍সাবিধি সংবদ্ধ করিতাম | সংস্কৃত কালেজেও আমাদিগের ZOইন্য ধর্মশাস্ত্র বারণ থাইকলেও সাহিত্যপাঠে কুনো দোষ আছিল না চিপিটকমূর্তি  নামের একখান কৌতুকচরিত্র আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একখান উপন্যাসে | প্রেমের উপন্যাস হইলেও  সেইডা কিছুডা হিন্দু রাZAদের  গুণকীর্তনও বটে | লেখক দেখাইয়াছেন চিপিটকস্বামীর প্রথম রিপু যথেষ্ট শক্তিশালী | অর্থাৎ কিনা পিত্তদোষ  না থাইকলে  বাকী সব কিছুই  ঠিক থাকতি পারে |

 

অতএব মহাশয় বিষয়ডার গুরুত্ব বিবেচনা করি আমার এই পত্রখানি আপনাদিগের যন্ত্রমাধ্যমে প্রকাশ করিলে কৃতার্থ বোধ কইরবো | কুনো প্রয়োZOনে অবইশ্যই ZOগাZOগ করিবেন এই ঠিকানায় ......

 

-তারিণী কবিরাZ


New
বিদায় পিটি নায়ার: কলকাতার ইতিহাসবেত্তা
এগজিট পোল মিলে গেলেও যে প্রশ্ন উঠবেই
কংগ্রেস সেঞ্চুরি না করলে কে রুখবে বিজেপিকে?


Other Writings by -সঞ্চারী সেন | 31-01-2020

// Event for pushed the video