4thPillar


অবরোধের ডায়েরি: হাজার বছরের প্রেমের কবিতা

রঞ্জন রায় | 30-03-2020May 23, 2023
অবরোধের ডায়েরি: হাজার বছরের প্রেমের কবিতা

মুখড়া

ঘরে একুশদিনের স্বেচ্ছাবন্দী হয়ে রোজ রোজ ওই এক বা দু’টি চেহারা দেখে খিটখিটে হয়ে পড়েছেন?

নো আড্ডা!

নো গসিপ!

সিগ্রেটের আকাল!

বুড়ো মানুষের কথাটা শুনুন, পড়ে ফেলুন “হাজার বছরের প্রেমের কবিতা”  একটি আনকাট ডায়মন্ড। এতে আছে খ্রীষ্টপূর্ব ষোড়শ শতাব্দী থেকে খ্রীষ্টীয় সপ্তদশ শতাব্দী পর্যন্ত প্রেমের কবিতার সংগ্রহ। কোন ভাষায়? বাংলা ভাষায়, কিন্তু সংস্কৃত, পালি, প্রাকৃত, মিশরীয়, হিব্রু, চিনা, গ্রীক, লাতিন, আরবি, জাপানি এবং ফারসি থেকে। সম্পাদনা করেছেন অবন্তী সান্যাল ১৩৬৬ বঙ্গাব্দে, প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী।

আরে ঘাবড়ে যাবেন না, কোনো গবেষণা বা পন্ডিতি ফলাচ্ছি নাএ একেবারে প্রেমের কবিতা। নবরসের শ্রেষ্ঠ রস শৃঙ্গাররসের ছড়াছড়ি, মাঝে মাঝে ঢাকনা খুলে উপচে পড়ছে

অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ, সত্যেন দত্ত, কাজি নজরুল ইসলাম, হেমেন রায় থেকে শুরু করে বিষ্ণু দে, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, সিদ্ধেশ্বর সেন, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অবন্তী সান্যাল নিজে এবং কিছু অধ্যাপককুল। সব অনুবাদ হয়তো তেমন উতরোয় নি, কিন্তু এহ বাহ্য আসল কথা সে যুগে আমরা ভিক্টোরীয় রুচির বেড়ি পরে প্রেম ও কামের মধ্যে পাঁচিল তুলে দিইনি, দেহের পাঁক ছাড়া প্রেমের পদ্ম ফোটে না বলেই মনে করা হত। তাই ঘরবন্দি অবস্থায় এই কবিতাগুলি যে শিলাজিতের কাজ করবে তার গ্যারান্টি দিচ্ছি

বিশ্বাস হচ্ছে না?

আসুন, সংস্কৃত সাহিত্যে। মূল ভাষাটি আপনিও জানেন না, আম্মো নাকিন্তু চৌরশতক, অমরুশতক এবং ভট্টিকাব্যের নাম তো সবারই জানা। নিন কিছু হাতে গরম উদাহরণ।

প্রথম অন্তরা

জানতেন কি সে যুগে মেয়েরা নিজেদের কামনার কথা অসংকোচে প্রকাশ করতেন? আমি শুধু টিজার হিসেবে নারীকবিদের লেখা তুলে দিচ্ছিযেমন লোপামুদ্রা, শীলা ভট্টারিকা, মারুকা, মোরিকা, বিজ্জকা, বিকটনিতম্বা, ভাবক দেবী এবং কিছু অজ্ঞাত।

 

শীলা ভট্টারিকাঃ

‘কৌমার মোর হরেছিল যেই, সেই বর, সেই চৈত্ররাতি;

তেমনি ফুল্ল মালতীগন্ধ, কদম্ব-বায়ু বহিছে মাতি;

আমিও তো সেই!—তবু সেদিনের সে- সুরতলীলা কিসের তরে

রেবাতটে সেই বেতসীর মূলে আজিও চিত্ত আকুল করে?’

 

চৈতন্যদেবের নাকি এই শ্লোকটি  যঃ মম কৌমারহর স মম বর—শুনে ভাব হত, মূচ্ছো যেতেন!

 

এক অজ্ঞাতনামাঃ

“আকারে চন্দ্র, কূজনে কোকিল, পারাবত চুম্বনে,

গতির ভঙ্গে হংস, হস্তী বিলাস-বিমর্দনে;

যুবতিকাম্য সব গুণ আছে-কী আর বলিব আমি-

না থাকিত যদি দোষটুকু- সে যে মোর বিবাহিত স্বামী”।

 

হে ভগবান! উনি অজ্ঞাতনামাই থাকুন।

 

মোরিকাঃ

বিরহের শ্বাসে কত না তাহার কাঁচুলি নিত্য ছিঁড়িয়া পড়ে

একবার তুমি এস ওগো, আর সেলাইয়ের সুতো নাই যে ঘরে।।

 

-ক্লাস টেনে পড়ার সময় বইটার পাতা উলটে ছিলাম!

 

অবন্তীসুন্দরীঃ

যাত্রাসময়ে গুরুজন মাঝে তেয়াগি লজ্জা ভয়,

স্রস্তবসনা ধরিনু তোমায় ভুলে গেছ নির্দয়!

 

ভাবক দেবী

“আগে সে মোদের ছিল একদেহ, ছিল নাতো ছাড়াছাড়ি,

তারপর তুমি নহ আর প্রিয়, আমি আশাহত নারী।

এখন আমি যে শুধুই গৃহিণী, তুমি শুধু মোর স্বামী,

প্রাণ ছিল মোর কুলিশ-কঠিন, তারি ফল লভি আমি।“

 

অজ্ঞাতঃ

“কাল যে কন্ঠে চলেছিল মোর বাণীর মহোৎসব-

অয়ি প্রিয়া! অয়ি মানসী! কান্তা! নিরুপমা! মধুময়ী!

সে-কন্ঠে শুধু ধূসর গদ্য ‘ওগো, হ্যাঁগো’ আজ জয়ী-

এই তো জীবন; স্বপ্ন কবিতা নিছক মিথ্যা সব”।

 

-খাঁটি কথা কালীদা!

 

বিজ্জকাঃ

ধন্য তোমরা সখী তোমাদের এত কথা থাকে মনে?

পটু চাটু যত নর্মবিলাস হয়েছিল প্রিয় সনে।

কটিবসনের বন্ধন যবে টুটাল সে প্রিয় কর,

শপথ আমার, যদি কিছু আর, মনে থাকে তারপর”?

 

এবার একটু অমরুশতক হয়ে যাক

 

“লাজে মরে যাই, কি আর বলিব,

প্রিয়তম মোর অতুলনীয়,

যখন যেমন, তখন তেমন

বিধিমতে লাজ হরিল প্রিয়”।।

“মিথ্যাবাদিনী! স্নানে গিয়েছিলি? নদীজলে সব ধুয়ে এলি,

আমি কি জানিনা প্রসাধন যত কাহার অঙ্গে থুয়ে এলি”!

“শয্যায় মোর এল যবে প্রিয়তম,

নীবীবন্ধন আপনি খসিল মম,

নিতম্বতটে লুটালো শিথিল শাড়ি,

এইটুকু শুধু স্মরণ করিতে পারি”।।

 

এ হে, বড্ড বেশি ইয়ে হয়ে গেছে। সেন্সার কেস দেবে নাতো!

এবার বিশুদ্ধ প্রেমের চৌপদীটি দেখুন।

 

রাজহস্তীঃ

তোমার মুখের আদল পায়নি চাঁদ,

তাইতো বিধাতা গড়বার বাসনায়,

মণ্ডলী-চাঁদ টুকরো টুকরো করে

যুগ-যুগান্ত ধরে।।

 

এ নিয়ে আর কোন কথা হবে না।

 

সঞ্চারী

বিশাল সংস্কৃত সাহিত্য ভান্ডারে মাত্র বুড়ি ছুঁয়ে গেলাম। রয়ে গেল অথর্ববেদ, ভট্টিকাব্য, চৌরশতক, রঘুবংশ, মেঘদূত। পাতা ওল্টালাম না গীতগোবিন্দমের- গোস্বামী জয়দেব যার ভূমিকায় বলছেন এ কাব্য দু’ধরণের পাঠকের জন্যে- যারা হরিনামের  রসাস্বাদন করতে চান আর যারা বিলাসকলায় পারঙ্গম হতে চান। এতসব করলে খরচা আছে

কিন্তু এবার একটু দম নিয়ে রবীন্দ্রনাথে ফিরছি। অভিজ্ঞান শকুন্তলম”-এ শকুন্তলা দুষ্যন্তের রাজদরবারে এসে প্রতীক্ষা করছেন। গান গাইছে হংসপদিকা, কবির অনুবাদে ফুটে উঠেছে নারীমৃগয়ায় অভ্যস্ত রাজার স্বভাব।

“নবমধুলোভী ওগো মধুকর, চ্যূতমঞ্জরী চুমি,

কমল আসনে যে প্রীতি পেয়েছ, কেমনে ভুলিলে তুমি”?

বৌদ্ধসাহিত্য বড় কট্টর, বড় নাক উঁচু। অবন্তী সান্যাল মশাই খুঁজে-টুজে মাত্র দু’ জায়গায় শৃঙ্গাররসের সন্ধান পেয়েছেন। এক, ‘পঞ্চশিখ গন্ধর্বের গান’; যেখানে গন্ধর্বটি গান গেয়ে পথে পথে ফিরছে এক অপ্সরাকে- কোথায় গেল পাপাঙ্গুলের মেয়ে’? নির্বাণ তুচ্ছ, তার আলিঙ্গন কাম্য।

কিন্তু একী! বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ‘প্রমাণবার্তিক’ রচয়িতা ধর্মকীর্তি এ কি লিখেছেন?

 

“বুঝিনা এহেন রূপটি স্রষ্টা নয়ন মেলিয়া কেমনে গড়ে;

নয়নে পড়িলে মুগ্ধ বিধাতা ছাড়িত কি তারে ক্ষণেক তরে?

নিমীলিত-চোখে এ রূপ সৃষ্টি সম্ভব নয়, বুঝেছি তাই

বুদ্ধের এই কথাটি সত্য, জগতের কোন স্রষ্টা নাই”।।

 

মাইরি! অতবড় দার্শনিক, নারীর রূপ দেখে বুদ্ধবচনে নিশ্চিত হলেন যে এই দুনিয়ার স্রষ্টা, কোনও ঈশ্বর বলে কিছু নেই। কারণ, ঈশ্বর থাকলে নারীকেও তিনিই সৃষ্টি করতেন, কিন্তু তারপরে তাকে ছেড়ে কি করে থাকতেন?

আমিও এই চৌপদীটি পড়ে প্রাকযৌবনে নাস্তিক হয়ে গেছলাম, আজও তাই আছি

 

দ্বিতীয় অন্তরা

যাদের উপরের পদ্যগুলো একটু গুরুপাক লাগছে তারা এই বইয়ে সংস্কৃত, হিব্রু, পালি বা ফারসি ছেড়ে চিনা বা জাপানি কবিতায় গিয়ে মুখ বদলাতে পারেন। একেবারে সূক্ষ্ম তুলির টানে আঁকা দ্বিমাত্রিক ল্যান্ডস্কেপ উপভোগের আনন্দ পাবেন।

আমি ওল্টাচ্ছি প্যাপিরাসের পাতা। আটকে গেলাম নায়িকার রূপ-বর্ণনায়ঃ

“দীর্ঘগ্রীবা দ্যুতিময় স্তনবৃন্ত দুটি,

পদ্মের কলিকা যেন অঙ্গুলির যথার্থ উপমা,

ক্ষীণমধ্য, নিবিড় নিতম্ব,

কী লাস্যে লীলায় হাঁটে ধরণীর বুকে,

বিমোহিত পুরুষেরা সম্বিত হারায়।

যাকে সে আশ্লেষ দেয়

তার কী উল্লাস!

কামতপ্ত তরুণের দলে

সবচেয়ে ধন্য সেই, সেই তো নায়ক”।

 

আর একটি গীতিকবিতার আমেজ আনা পদ্য দেখুন-

 

নেক্রোপলিসের লিপিকারঃ নাখৎ -সেবেক

“প্রিয়ার প্রমোদ-কক্ষে তোমার সঙ্গে এনো প্রেম,

হে হৃদয়! এস একা, সঙ্গী ছাড়াই-

লীলাসঙ্গিনীকে যদি একান্ত ঘনিষ্ঠ পেতে চাও।

ঝড়ে ওড়ে তো উড়ুক নলখাগড়ার ছাউনি বারান্দার

হাওয়ার পাখায় ভর দিয়ে মাথায় নামুক সর্বনাশ।

তবু ঝড়ে উড়বে না, পুড়বে না -আমার প্রেম”।।

                     

আর এ’দুটোকে কী বলা যায়?

 

“আমার বঁধুর দেহ যেন এক পদ্মকুড়ির দীঘি,

স্তন ও তো নয়, রসে ডগোমগো যমজ ডালিম দুটি,

ভুরূ দুটো যেন মেরুবনে পাতা শিকারী মেয়ের ফাঁদ,

আর আমি এক বুনোহাঁস দেখ ধরা পড়ে গেছি ফাঁদে”।

 

এবং

 

“উরুযুগলের আশ্লেষ মাগ’ যদি

স্তনযুগ মরে কেঁদে।

ক্ষুধায় পীড়িত বলে কি বন্ধু

এখনই যাবে চলে?

তুমি কি ঔদরিক”?

 

তা একটু পেটুক ছিলাম বটে!

 

এবার একটু অন্যরকম। সে যুগেও প্রেম এবং রাজনীতি মিলেমিশে যেত।

 

“ওরা আমায় যতই মারুক ধরুক,

লাঠিসোঁটায় তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাক প্যালেস্টাইন-ভূমি,

তালপাতার ডাঁটার ঘায়ে ইথিওপিয়া পার করুক,

সড়কি উঁচিয়ে পার করুক,

বল্লম দিয়ে পেড়ে ফেলুক মাটিতে-

ফাঁদে ওদের পা দেব না, কিছুতেই না,

ভুলবো না তোমাকে, ভুলবো না তোমার প্রেম”।।

 

ঢের হয়েছেএভাবে চললে সারারাত পুইয়ে যাবেমধ্যপ্রাচ্য ছেড়ে খাঁড়িটা পেরিয়ে গ্রীস দেশে ঘুরে এযাত্রা সবাইকে রেহাই দেওয়া যাক, নইলে চোঁয়া ঢেঁকুর উঠবে।

 

গ্রীক কাব্য, সমপ্রেম এবং সাফো

‘সমপ্রেম’ শব্দে নাক সিঁটকালে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি সাফো’র রচনার স্বাদ থেকে বঞ্চিত হবেন। বিষ্ণুদের লাইনটি মনে করুনঃ সাফোর ঝর্ণা-কলকল্লোলে হোমারের ষটমাত্রাআর এখন তো পেনাল কোডের ৩৭৭ ধারায় সমপ্রেম অপরাধ নয়কাজেই আদিযুগের মহিলা কবি সাফো’র দুটো কথা শুনেই নিন।

 

প্রেম

প্রেম সে পাহাড়ী ঝড় ওকের চূড়ায়,

বিকম্পিত শাখাপত্র করেছে আমায়।

 

একক শয়নে

চাঁদ চলে গেছে ,

কৃত্তিকা গেল,

মধ্যরাতি।

প্রহর যায়

প্রহর যায়

একলা কাটাই সঙ্গীহীন।।

 

সঙ্গিনীর প্রতি

“আহা, কত কাছ থেকে শোনে সে রূপালী

তোমার বচন, প্রেমে গদগদ হাসি।

তাইতে হৃৎপিন্ডে বন্য আমার হৃদয়ে-

মুহুর্তেও যদি দেখা পাই,

কন্ঠ অবরূদ্ধ আর রসনা ভঙ্গুর,

সমগ্র শরীর ব্যাপ্ত মজ্জামাংস নিচে

লেলিহান অদৃশ্য অনল”।।

 

এবার একটি অন্য স্বাদের কবিতা, ফিলোদেমসের লেখাঃ

 

তিরস্কার

তোমার চুমো বলে, তুমি জান তুমি কি চাও,

আমি আরও বিভ্রান্ত হই।

তাই যখন ফিসফিসিয়ে বলি, ‘এই তো আমি, গ্রহণ কর, এসো’,

তুমি ইতিউতি চাও, কাশো এবং অধিবেশন স্থগিত রাখো

অনির্দিষ্ট কালের জন্যে।

তুমি কি প্রেমিক, না রাষ্ট্রসভার সদস্য?

 

শেষ পাতে আমার পরিবেশন অধ্যাপিকা বাণী রায়ের অনুবাদে দেবরাজের সমপ্রেমের বিষয়ে এই চমৎকার রচনাটি।

 

কালিমাক্ষাস এর কবিতা প্রেমিক জিউসঃ

“ঘৃণা করে যদি সে আমাকে,

তবে তুমি হে জিউস, ঘৃণা কোর তাকে।

থিওক্রেতাস, থিওক্রেতাস আমার!

অপরূপ শ্যাম কিবা দেহ

ঘৃণা কোরো তাকে

ঘৃণা করে যত সে আমাকে

চতুর্গুণ ঘৃণা কোরো তাকে।

 

দেবতা জিউস আমি করেছি শপথ

স্বর্ণকেশ গানুমেদে- নামে,

তোমারও যৌবনে তুমি করেছ প্রণয়,

আর কথা নয়”।।

 

বাদ পড়ে গেল ওল্ড টেস্টামেন্ট থেকে কিং সলোমনের গানের ডালি যার সামান্য উল্লেখ মুজতবা আলীর শবনম উপন্যাসের শেষের দিকে রয়েছে। বাদ পড়ল আরও অনেক কিছু। তিনহাজার বছরের রত্নভান্ডারে আমি শুধু জানলা দিয়ে একটু উঁকি মেরেছি মাত্র, বাকিটা আপনারা করুন।

 

তেহাই

করোনা -১৯ ভাইরাসটি যেমন আমাদের অনেক দূরকে নিকট করেছে, তেমনই নতুন করে ভালবাসতে শিখিয়েছে, খুঁজে খুঁজে ফোন করছি-কেমন আছ? ভালো থেকো; আকাশের ঠিকানায় নামটি যেন লিখতে না হয়

আমাদের জন্যে সমস্ত মন্দির-মসজিদ-গির্জাঘর-গুরুদ্বারার দরজা বন্ধ; আর্তের আর্তনাদ কোন দেবতার কাছে পৌঁছচ্ছে নাআমাদের বাঁচাতে পারে ভালবাসা, মানুষের জন্য মানুষের নির্বিচার ভালবাসা। আশা করি তিনহাজার বছরের এই প্রেমের কবিতাগুলো আমাদের ভালবাসার প্রত্যয়ে বিশ্বাসী করবে।

 

পুনশচ ১

এই বইটি এখন আউট অফ প্রিন্ট, কারও কারও ব্যক্তিগত সংগ্রহে ছেঁড়াখোঁড়া অবস্থায় রয়েছে। কিন্তু পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে। অতএব, বুঝ লোক যে জান সন্ধান।।

 

পুনশ্চ ২

আর তিনহাজার বছরের প্রেমের কবিতা যদি মহায়দের একেবারেই না পোষায় তো গদ্য পড়ুন গে’; যান ভারত প্রেমকথা”য়; ষাট-সত্তর বছর আগের বিখ্যাত কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা। আমাদের বাবা-কাকাদের বিয়ের সময় নববধূদের ভাগ্যে উপহার হিসেবে এর এক বা একাধিক কপি জুটতো।  

 


New
বিদায় পিটি নায়ার: কলকাতার ইতিহাসবেত্তা
এগজিট পোল মিলে গেলেও যে প্রশ্ন উঠবেই
কংগ্রেস সেঞ্চুরি না করলে কে রুখবে বিজেপিকে?


Other Writings by -রঞ্জন রায় | 30-03-2020

// Event for pushed the video