4thPillar


মলোটভের অবিস্মরণীয় ককটেল

রজত রায় | 04-03-2022May 10, 2023
মলোটভের অবিস্মরণীয় ককটেল

টিভিতে দেখছি যে কিয়েভে ও ইউক্রেনের (War on Ukrain) অন্য শহরে সাধারণ মানুষ হাতে হাতে মলোটভ ককটেল (Molotov cocktail) বা পেট্রল বোমা তৈরি করে মজুত করছে, যাতে রুশ সেনারা তাদের শহরে ঢুকলে প্রতিরোধ করতে পারে। ঠিকমতো ব্যবহার করতে পারলে মলোটভ ককটেল দিয়ে সামরিক গাড়ি, এমনকি ট্যাঙ্ক পর্যন্ত বিকল করা যায়। কিন্তু এখানে আমি অন্য কথা বলতে চাইছি। নাম থেকেই পরিষ্কার যে মলোটভ ককটেল একটা রুশ নাম। নামটা কিন্তু রুশরা দেয়নি, দিয়েছিল ফিনল্যান্ডের মানুষ1939 সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি করার পরেই সোভিয়েত বাহিনী কোনও কারণ ছাড়াই ফিনল্যান্ড আক্রমণ করে বসে। সোভিয়েত বিমানবাহিনী ফিনল্যান্ডে বোমাবর্ষণ শুরু করার পরে তখনকার সোভিয়েত বিদেশমন্ত্রী মলোটভ রেডিওতে ভাষণ দেন। কিছুটা ব্ল্যাক হিউমার বা নিষ্ঠুর রসিকতার পরিচয় দিয়ে মলোটভ বলেন সোভিয়েত বিমান থেকে  মোটেই বোমা ফেলা হচ্ছে না,  "humanitarian aid" বা মানবিক ত্রাণ ফেলা হচ্ছে ফিনল্যান্ডের মানুষের জন্য। এরপরেই ফিনল্যান্ডের মানুষ ওই সোভিয়েত বোমাবর্ষণকে "Molotov picnic basket" নাম দেয় ও বলে সোভিয়েত সেনারা ফিনল্যান্ডের মাটিতে পা রাখলে তাদের মলোটভ ককটেল (পেট্রল বোমা)  দিয়ে  অভ্যর্থনা জানানো হবে। ইতিহাস বলে ওই যুদ্ধে সোভিয়েত বাহিনীকে দুবছরের বেশি সময় ফিনল্যান্ডের মানুষের কঠিন প্রতিরোধের সামনে পড়তে হয়েছিল।

এভাবেই বিশ্বের সর্বত্র পেট্রল বোমা মলোটভ ককটেল নামে খ্যাত হয় ও বহু দেশের যুদ্ধে এবং গেরিলাযুদ্ধে মলোটভ ককটেলের ব্যবহার হতে থাকে। ভারতেও বার বার হয়েছে। 

 

এখন রুশ নামে খ্যাত এই মলোটভ ককটেল রাশিয়ার বিরুদ্ধেই আবার ব্যবহার করার তোড়জোড় চলছে।

 


New
বিদায় পিটি নায়ার: কলকাতার ইতিহাসবেত্তা
এগজিট পোল মিলে গেলেও যে প্রশ্ন উঠবেই
কংগ্রেস সেঞ্চুরি না করলে কে রুখবে বিজেপিকে?


Other Writings by -রজত রায় | 04-03-2022

// Event for pushed the video