4thPillar


অমর একুশে

4thPillars ব্যুরো | 21-02-2020June 15, 2023
অমর একুশে

অমর একুশে

দীপ মুখোপাধ্যায়

ভাষার জন্য সেই শহীদেরা লড়েছে অকুতভয়ে

চেতনাকে যেন শান দিয়ে গেছে জীবনের বিনিময়ে

লোহিতকণিকা ছটফট করে অমর একুশে এলে

মৌসুমি প্রেম উথলিয়ে ওঠে শোক আসে বুক ঠেলে।

কিন্তু যখন হারিয়েছে দিশা নড়িনি তো একচুল

ভেসে আসে মনে রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল

লক্ষ তারার খোঁজ করে যায় বাউলের একতারা

স্বপ্ন দেখেছি এই ভাষাতেই হয়েছি আত্মহারা।

বিশ্বায়নের রূপ নিয়ে আজ গর্বে ও সম্মানে

বাংলাভাষা যে অভূতপূর্ব শ্রদ্ধা বাহবা আনে

তবুও রয়েছি উদাসীন হয়ে থাকিনি অহংকারে

বিপন্নতায় হাবুড্ববু খাই ম্লান হই বারেবারে।

ভাষা-চেতনায় ভর করে সেই শিকড়ের কাছে আসা

শহীদ-রক্তে রাঙা আমাদের বেদনাস্নাত ভাষা

পা-দুটো হেঁটেছে অভ্যেসবশে প্রভাতফেরির ডাকে

শপথের মালা শহীদমিনারে বেওয়ারিশ পড়ে থাকে।

র‌্যাট-রেসে নামি আধুনিকতার বাংলাকে ভুলে যাই

এগারোটা মাস বেঙ্গলি ছেড়ে ইংরেজি আওড়াই

ফের আসে সেই মহান দিবস, আবেগের বাড়াবাড়ি

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।


New
আয়ুর্বেদ চিকিৎসকরা কি অ্যালোপ্যাথদের সমান?
মাদক ব্যবসা ও বিভাজনের রাজনীতির আবর্তে আজকের মণিপুর
ভ্রাতৃঘাতী লড়াইয়ে রাষ্ট্রীয় মদত? বিস্ফোরক রিপোর্ট অসম রাইফেলসের


Other Writings by -4thPillars ব্যুরো | 21-02-2020

// Event for pushed the video