4thPillar


বিজ্ঞানে অজ্ঞান, ইতিহাসে পাতিহাঁস, ভূগোলে গোল

4thPillarWeThePeople | 11-06-2022June 6, 2023
বিজ্ঞানে অজ্ঞান, ইতিহাসে পাতিহাঁস, ভূগোলে গোল

অঙ্কেতে শঙ্কিত, বাংলায় হ্যাংলা, বিজ্ঞানে অজ্ঞান, ইতিহাসে পাতিহাঁস, ভূগোলে গোল…

এটা ছিল খারাপ ছেলেদের জন্য। খারাপ মানে লেখাপড়ায় খারাপ, আর ছেলে মানে মেয়ে এবং ছেলে উভয়ই, এটা বুঝে নিতে হবে। এটাও বুঝে নিতে হবে যে ভাল ছেলেরা entire political science নামে একটা বিষয়ে পরবর্তী কালে এমএ ডিগ্রি পাশ করবে। সেটা কোন বিশ্ববিদ্যালয় থেকে? কোন সালে? ক্লাসে সহপাঠী কারা ছিলেন আর মাস্টারমশাই কারা?

খবরদার! এই সব জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে গোপন তথ্য চাইবেন না। সোভিয়েত আমলে মস্কো শহরে দেওয়ালে ‘ব্রেজনেভ একটি গাধা’ লেখার দায়ে লোকটার দুবার ফাঁসি হয়েছিল জানেন তো? কোন ফাঁসিটা আগে হয়েছিল, সেটার জন্য অমিত ইতিহাস জ্ঞান প্রয়োজন! কারণ, রাষ্ট্রনায়কের অপমান আর জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন তথ্য ফাঁস – এ দুটোর মধ্যে কোনটা বড় অপরাধ আমাদের জানা নেই।

এরই মধ্যে অমিত বলদর্পী ঘোষণা, ইতিহাস তাঁরা নতুন করে লিখলে কে আটকাবে? পাগল নাকি? আটকাবে কেন কেউ? তবে ইতিহাসে এসে থেমে গেলে কিন্তু ভক্তকুলের সাধ মিটবে না।

 

 

আসুন অঙ্কে। 200+ = 77 (প্রেক্ষিত 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন)

আসুন বাংলায়। পদ্ম = নিতম্ব (একই)

আসুন বিজ্ঞানে। গরুর দুধের নিকষিত অংশ = সোনা

আসুন ভূগোলে। তক্ষশীলা = বিহারে

সুতরাং, 4thPillarWeThePeople-এর বিনম্র আবেদন, ইতিহাসে থামবেন না, প্লিজ! সর্ব বিষয়ে, সর্ব স্তরে, সর্ব মানবের মধ্যে এই নবলব্ধ জ্ঞান ছড়িয়ে দিন! শুধু ইতিহাসে থেমে গেলে খুব অবিচার করা হবে প্রজাবর্গের প্রতি।


New
বিদায় পিটি নায়ার: কলকাতার ইতিহাসবেত্তা
এগজিট পোল মিলে গেলেও যে প্রশ্ন উঠবেই
কংগ্রেস সেঞ্চুরি না করলে কে রুখবে বিজেপিকে?


Other Writings by -4thPillarWeThePeople | 11-06-2022

// Event for pushed the video