4thPillar


শুকনো পাতায় শিল্পরস

শুভ্রা মণ্ডল | 15-06-2020May 27, 2023
শুকনো পাতায় শিল্পরস

লকডাউনে আঁকার খাতা শেষ। এবার কোথায় আঁকবেন তিনি? গাছের নিচে পড়ে থাকা পাতা কাঁচি দিয়ে কেটে কেটে শুরু হল নতুন শিল্প। তবে এত তাড়াতাড়ি তাঁর এই শখ এতটা সাফল্য পাবে, তা তিনি আগে বোঝেননি। জলপাইগুড়ির শুভ্রা মণ্ডল পাতা কেটে তৈরি করছেন রবীন্দ্রনাথ থেকে পরিযায়ী শ্রমিক, লায়ন কিং অথবা উত্তম কুমার। প্রসন্ন দেব মহাবিদ্যালয়ের ইংরেজি নিয়ে স্নাতক স্তরের এই ছাত্রী এই মাধ্যমকে কাজে লাগিয়েই বার্তা দিচ্ছেন পরিবেশ সংরক্ষণের। ঝরে পড়া শুকনো পাতার মধ্যে এত রস আছে কে জানত?  ‌

 

 

(রবীন্দ্রনাথ নাথ ঠাকুর)

(পরিযায়ী শ্রমিক)

(বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগান, প্রাণ বাঁচান।)

(ছোটবেলায় ফিরে যাওয়ার ইচ্ছে।)

(অভিনেতা- যীশু সেনগুপ্ত)

(Wolf)

         (ঘোড়ার গাড়ি)


New
মাদক ব্যবসা ও বিভাজনের রাজনীতির আবর্তে আজকের মণিপুর
ভ্রাতৃঘাতী লড়াইয়ে রাষ্ট্রীয় মদত? বিস্ফোরক রিপোর্ট অসম রাইফেলসের
বিরোধী জোট আছে, রাজনীতি কই?


Other Writings by -শুভ্রা মণ্ডল | 15-06-2020

// Event for pushed the video