মানুষ প্রেমের ধর্ম গড়ো
সৌভিক দে
১
আসুন-হাসুন র্যাম্পে
ডিটেনশনের ক্যাম্পে
থাকবে তারাই বানায় যারা
বারংবারই মানুষ
যারা বানায় রঙিন ফানুস
সেই মানুষেই দিচ্ছে আবার সাড়া
ফরেন মোদীর ফাঁদে
লোকে আটকে বসে কাঁদে
হাসছি সবাই দেখছি আচ্ছে দিন
অমিত ব্যাটাও সাথে
হাত রেখেছে হাতে
হাসছে পাহাড় হাসছে বুরেহ্ দিন
২
ট্রাম্প বাবুই মোদীজিদের বন্ধু ফলোয়ার
কৃতজ্ঞতা ব্যাপনেরও আহা কী বলিহার
আব কি বার ট্রাম্প সরকার প্রচার করে মোদী
আমেরিকার বকলমেই শাসন করেন গদি
পাচ্ছে হাসি, সাথে সাথেই পাচ্ছে বেদম কান্না
ঠিক যেন ওই লরেল-হার্ডি অথবা
চুনি-পান্না
লিখব আঁচড় বলব কথা
কাল অথবা আজ
সবার পেটে ভাত চাই আর
সবার হাতে কাজ
৩
দিল্লি জ্বলে দিল্লি জ্বরে
হারিয়ে গেল কয়টা জান
তুলসী তলায় প্রদীপ তবু
নিয়ম করে দাও আজান
মানুষ প্রেমের ধর্ম গড়ো
ধর্মের চেয়ে মানুষ বড়ো
সবার উপর সত্য মানুষ
তার উপরে কিছুই নাই
দিল্লি কিন্তু জ্বলছে ভাই