4thPillar


তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়

সঞ্চারী সেন | 11-02-2020May 25, 2023
তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়

শাসন করার ঢঙ তোমাদের
শাসন করার ঢঙ!
সিংহাসনের ওপর যেন
বসে আছো সঙ!
চারিদিকে বেরোজগারি
অর্থনীতি বেহাল ভারী
যত্নে রাখা ধন বেচতে
বকো অং বং চঙ!
দেশপ্রেমের নিয়ে ঠেকা
দেশটা চালাও একা একা
(তোমার) ‘ধম্মোকথার’ অসার বাক্যে
ধরছে দেখো জং!
তরুণ যারা ভয়হারা
তোমার ডাকে দেয়না সাড়া
পেশীর বলে  ভাবছো তাদের
বদলে দেবে রঙ!
দিল্লী গেলো,রঙ্গলোকেও
ঘুচল তোমার দম!!!

 

(নজরুলের ‘ এই শিকল পরা ছল ‘ অবলম্বনে)



New
আপনি নিজে কজন মুসলমানকে চেনেন?
নিজবাসভূমে পরভাষী
মহাকুম্ভের অমৃতবারি ও অন্ধদের হস্তিদর্শন


Other Writings by -সঞ্চারী সেন | 11-02-2020

// Event for pushed the video