সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার বিধানসভা ভোটের প্রভাব কতটা? অনেকে বাংলার এবারের নির্বাচনকে পলাশীর যুদ্ধের সঙ্গে তুলনা করছেন। পলাশীর যুদ্ধে চতুর ক্লাইভ সিরাজ-উদ-দৌলার সেনাপতি মীরজাফরকে নিজেদের শিবিরে নিয়ে এসে বাংলার নবাবকে হারিয়ে দিয়েছিলেন। বিজেপিও কি বঙ্গ রাজনীতির নয়া 'মীরজাফর' শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারবে? পলাশীর যুদ্ধের মতোই বাংলার এই ভোট কি সারা দেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে?
শুক্রবার আলোচনার পঞ্চম দিনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, অধ্যাপক অভিরূপ সরকার।
বিদ্বেষ আর হিংসার রাজনীতির বিরুদ্ধে একটা সাদা রুমাল নিয়েও তাদের কেউ পথে নামেনি।
বাংলায় বিভিন্ন প্রান্তে আমপানের তাণ্ডবের টুকরো কিছু অংশ www.4thpillars.com এ।
নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, তারপরেও প্রধানমন্ত্রী কীভাবে রাজ্যের আধিকারিকদের নির্দেশ দিতে পারেন?
বাংলায় ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নয়া নাগরিকত্ব আইন CAA চালু করার কথা বললেন অমিত শাহ
বৌঠান কাদম্বরী এবং পত্নী মৃণালিনী। এবং রবীন্দ্রনাথ। একশো বছরে বাঙালির এ নিয়ে চর্চার শেষ হল না।