কড়া নেড়ে অবনীকে বাড়ি পাওয়া যায়নি। সিবিআই যখনই কড়া নাড়ব নাড়ব করছিল, তখনই বাড়ি বদলে তিনি এমন জায়গায় যেখানে সিবিআই কখনও কড়া নাড়ে না! তারপর 2021-এর মধ্য বৈশাখে এসে ছবিটা এলিয়ে গেল। এমনই দুঃসময়ে সে লাফ মেরে ধরে- না মোরগের লাল ঝুঁটি নয়, ঘাসফুলের শক্ত খুঁটি। তখন আর রাখাল বালকের কিছু মনে পড়ে না! গোঠেও আসে না, মোহন-বাঁশিতে বটের মূলেও কাঁদে না! বাংলার আইনসভা তো শাসকের ঘরের উঠান মাত্র! কীসের দলত্যাগবিরোধী আইন, কীসের পতাকা বদল, কীসের কোন কমিটির মাথায় কাল দলের কে, তা নিয়ে সংসদীয় বিধি আর ট্র্যাডিশন? আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার চলে চাঁদ– সোনার চাঁদ পড়ে আছে!
আহা থাকুক! ধর্মেও থাকুক, জিরাফেও থাকুক! বিজেমূল চালু করার চেষ্টা বিশেষ সাফল হয়নি বটে ভোটের আগে, এখন তৃণজেপি চলবে কি?
কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থের অমর তিনটি কবিতার কাছে 4thPillarWeThePeople ঋণ স্বীকার করছে।
সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ, www.4thPillarWeThePeople.com এর নজরে কী এবং কেন?
ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গরমের ছুটি বাংলায়, শিশুদের উপহার মুখ্যমন্ত্রীর
পাগল নাকি? শুধু ইতিহাসে থামবেন কেন? বাকি সাবজেক্টে ভক্তরা কি আঁটি চুষবে?
ভাগ্যিস এই বিষয়ে আইন ছিল!
সারা সপ্তাহের খবরের স্বাধীন বিশ্লেষণ।