সর্ষের মধ্যে ভূত নয়, কম্পিউটারের ভুয়ো ফাইলে ‘আর্বান নকশাল’ খুঁজছে সরকার। মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও কাণ্ডে দেশদ্রোহিতার অভিযোগে ‘দুষ্ট’ 16জন বিশিষ্ট ব্যক্তি। মার্কিন ডিজিটাল ফরেনসিক সংস্থার তদন্তে দেখা যাচ্ছে, জনৈক অভিযুক্তের অজ্ঞাতে তার কম্পিউটারে ভুয়ো ফাইল খোলা হয়েছিল। এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পিছনে কে বা কারা? লাভবান কিন্তু সরকারপক্ষই।
অতীতে আমেরিকার গণতান্ত্রিক ভাবনা এবং মূল্যবোধের যে কদর ছিল, তা এখন আর নেই বললেই চলে।
সর্বজনীন ভ্যাকসিনের নামে অসুস্থ প্রতিযোগিতা এবং ব্যবসায়ীদের জন্য কালো বাজারের পথ খুলে দিল সরকার।
নেতাদের কিনে খেতে হয় না বলে এই নিয়ে কেউ ভাববে না?
কেউ বিরুদ্ধ মত প্রকাশ করলেই কি তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে?
দেশের কাণ্ডারীর কথায় পাওয়া গেল আশার আলো।
সত্তরের গণআন্দোলনের ফসল বিপুল চক্রবর্তীর কবিতা ও গান।