মানুষ কখন প্রার্থনা করবে, তা রাষ্ট্র ঠিক করে দেবে না। এটা প্রধানমন্ত্রীর কাজ নয়। করোনা পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়ছে দেশ। তার মধ্যে প্রার্থনা এলেই ধর্ম আসবে, ধর্ম এলেই তার পিছনে রাজনীতিও আসবে। বিভাজিত ভারত দুর্বল ভারত। করোনার বিরুদ্ধে তার লড়াই হবে আরও কঠিন।
সমবেত প্রতিবাদ ও জনরোষের সামনে অবশেষে আদিত্যনাথের সরকার বাধ্য হয় তাদের সিদ্ধান্ত বদলাতে।
বাঙালির যে নবজাগরণ সমৃদ্ধ মানসিকতা, তার অন্যতম উদাহরণ ছিলেন সৌমিত্রবাবু নিজে।
কোথা সে সিনেমা হল / কোথা সে শপিং মল / চিরিদিকে ঘোলা জল / করিতেছে খলবল
শুধু বিহারীদের বীরত্বের কথা মনে পড়ছে প্রধানমন্ত্রীর, বিহারে বিধানসভা ভোট আসছে বলে?
বিজেপি বিরোধী ভোট মানেই তৃণমূলের শাসনের প্রতি নিরঙ্কুশ অন্ধ সমর্থন নয়।
বিধানসভা ভোটে বাংলায় তিন পক্ষই ইস্তেহারে নিজেদের মতো করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল